স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাটলার খাল নামকস্থানে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে সাগর-সৌকত বাহিনীর ৩ বনদস্যু নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাদ্দাম (২৭), সোহেল (২৫) ও অজ্ঞাতনামা একজন।
বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
র্যাব সদর দফতর মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান,নিহতরা শরণখোলার সাগর-সৌকত বাহিনীর সদস্য বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি আরও জানান।