বাড়িঅপরাধ ও দুর্নীতির‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ বনদস্যু নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ বনদস্যু নিহত

bondhuk

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাগেরহাটের শরণখোল‍া রেঞ্জের কাটলার খাল নামকস্থানে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে স‍াগর-সৌকত বাহিনীর ৩ বনদস্যু নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাদ্দাম (২৭), সোহেল (২৫) ও অজ্ঞাতনামা একজন।

বুধবার  দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব সদর দফতর মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম  এ তথ্য নিশ্চিত করে জানান,নিহতরা শরণখোলার স‍াগর-সৌকত বাহিনীর সদস্য বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি আরও জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img