বাড়িছবির খবররেকর্ড গড়লেন সানি লিওন

রেকর্ড গড়লেন সানি লিওন

sunny-leone-d_25480
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ নতুন রেকর্ড গড়লেন বলিউড এর আলোচিত অভিনেত্রী সানি লিওন ! আর তার এই নতুন রেকর্ডটি হলো আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাওয়া তার  নতুন চলচ্চিত্র ‘এক পেহেলি লীলা’এর ট্রেলার নিয়ে।
ইউটিউবে গত ৫ ফেব্রুয়ারি ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়। মুক্তি দেবার পর থেকে এর মধ্যে দেখা হয়েছে ৬৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে ট্রেলারটি। যা সানি লিওনের জন্য নতুন রেকর্ড।
মূলত ট্রেলারটিতে সানির ব্যাপক খোলামেলা দৃশ্যের কারণে ট্রেলারটি জনপ্রিয় হয়েছে। তাছাড়া সানিকে বলিউডের কোনো ছবিতে এতোতা  খোলামেলা দৃশ্যে দেখা যায়নি।
উল্লেখ্য,’এক পেহেলি লীলা’ ছবিটিতে সানি লিওনের সঙ্গে অভিনয় করছেন ‘হেট স্টোরি ২’ খ্যাত জয় ভানুশালি, রাজনিশ দুগ্গাল ও রাহুল দেব। ছবিটি পরিচালনা করেছেন ববি খান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img