বাড়িপ্রধান খবররূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক || সময় সংবাদ বিডি ঢাকা ||
সুমন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রিন্ট, ফটো এবং ইলেটকট্রনিক্স মিডিয়ার ৭০ জন সাংবাদিকের মাঝে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার পর্যন্ত মুড়াপাড়া এলাকার উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিকদের কারেন্ট নিউজ, স্পেশাল রিপোর্ট, ফিচার রিপোর্ট ও নিউজের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল টেলিভিশনের সিইও এবং প্রধান সম্পাদক ইশতিয়াক রেজা। এছাড়া আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্লানিং এডিটর একেএম মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ফটো সাংবাদিক ও লেখক এমএ তাহের। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বহী অফিসার ফয়সাল হক, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন প্রমূখ। দিনব্যাপী কর্মশালায় রূপগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট, ফটো এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ৭০ জন সাংবাদিক অংশ নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img