রুপগঞ্জে সাংবাদিক সুশীল সরকারের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন ভারতীয় কথাসাহিত্যিক ও স্থানীয় সাংবাদিকদের।
সময় সংবাদ বিডি ঢাকা : সুমন রুপগঞ্জ, নারায়ণগঞ্জঃ নারায়নগঞ্জ রূপগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি ও ভোরের আকাশ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সুশীল সরকারের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিকরা।
শনিবার(২৪ ফেব্রুয়ারী) রাতে রূপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রয়াত সাংবাদিক সুশীল সরকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট মীর আব্দুল আলীম ও ভারতের কথাসাহিত্যিক দিলীপ রায়সহ স্থানীয় সাংবাদিকরা।
এর আগে ১ মাস পূর্বে সুশীল সরকারের স্ত্রী শিখা রানী মৃত্যুবরণ করেন। তারপর থেকে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।