সময় সংবাদ বিডি
রূপগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকা থেকে চার কেজি গাঁজাসহ নাজমুল ইসলাম (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পানিয়াররুপ এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, সকালে মাঝিনা এলাকায় চার কেজি গাঁজা বিক্রির সময় নাজমুল ইসলামকে হাতে-নাতে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে নাজমুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।