বাড়িপ্রধান খবররিভিউ-এ খালাস পাবেন বলে প্রত্যাশা কামারুজ্জামনের

রিভিউ-এ খালাস পাবেন বলে প্রত্যাশা কামারুজ্জামনের

kamrujaman

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ  আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে তার আইনজীদের রিভিউ আবেদন করতে বলেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। রিভিউ আবেদনে তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা করছেন তিনি।

শনিবার নিজ আইনজীবীদের সাথে দেখা করে তিনি একথা জানিয়েছে বলে জানান তার আইনজীবীরা।

গত বৃহস্পতিবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পাঠ করে শোনানোর পর কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

এর ভিত্তিতে আজ সকাল ১০টা ২৫ মিনিটে কামারুজ্জামানের আইনজীবীরা কারাগারের ভেতর প্রবেশ করেন। এরপর তারা সেখানে কামারুজ্জামানের সঙ্গে ৩০ মিনিট আলোচন করেছেন।

কারাগার থেকে বের হয়ে অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তিনি বলেছেন (কামারুজ্জামান), ‘আমি সম্প‍ূর্ণ নির্দোষ, একাত্তরের মুক্তিযুদ্ধকালে আমি এইচএসসি শিক্ষার্থী ছিলাম। আম‍ার দৃঢ় বিশ্বাস রিভিউ আবেদনে আমি খালাস পাব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img