বাড়িধর্মরাম মন্দির উদ্বোধনের পর মুসলিমদের ওপর হামলা বেড়েছে

রাম মন্দির উদ্বোধনের পর মুসলিমদের ওপর হামলা বেড়েছে

আন্তর্জাতিক: ডেক্স || মুম্বাইয়ের অলি গলিতে গাড়ি চালাতেন ২১ বছর বয়সী তরুণ মোহাম্মাদ তারিক। সঙ্গে সে তার বাবার একটি প্রতিষ্ঠানেও কাজ করতেন।

কিন্তু মঙ্গলবার দৃশ্যপট পাল্টে যায়। হিন্দু জাতীয়তাবাদি দলের একটি র‌্যালির কারণে তার গাড়ি রাস্তার মাঝেই থামিয়ে দেওয়া হয়। একদল তরুণ এসে তাকে টেনে নিয়ে যায়। তারা তাকে ঘুষি, লাথি, থাপ্পড় এবং পতাকার লাঠি, লোহার চেইন দিয়ে পেটায়। আল জাজিরাকে বলেন তার ৫৪ বছর বয়সী বাবা আব্দুল হক। এ ঘটনার পর থেকেই তারিক আতঙ্কে আছে।
ওই র‌্যালি কয়েকটি ভাগে অনুষ্ঠিত হয়। মূলত তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের শায়েস্তা করা। র‌্যালি নিয়ে যাওয়ার সময় তারা ‘ জয় শ্রী রাম’ বলে শ্লোগান দিতে দিতে মুসলিমদের দোকান পাট এবং গাড়িতে হামলা চালায়। অন্য একটি দল উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে এলাকার মসজিদ এবং মুসল্লিদের সামনে দিয়ে যেতে থাকে। ভারতের অধিকাংশ রাজ্যেই ছিল এমন ঘটনা।

গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এ ঘটনা সামনে এল। মন্দিরটি যে স্থানে নির্মাণ করা হয়েছে যেখানে ১৯৯২ সালের আগে ১৬ শতকে নির্মিত বাবরি মসজিদ ছিল। ১৯৯২ সালে উগ্র হিন্দুরা মসজিদটি রামের জন্মস্থানে নির্মাণ করা হয়েছে এমন অভিযোগ তুলে ভেঙে ফেলে। এ ঘটনার পর ভারত জুড়ে হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে ২ হাজার মানুষ প্রাণ হারায়।

২০১৪ সালে মোদির দল বিজেপি ক্ষমতায় আসায় পর হিন্দুত্ববাদির উত্থান নিয়ে যে সমালোচনার সৃষ্টি হয়েছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনে দেওয়া বক্তৃতায় মোদি সে অভিযোগ প্রত্যাখান করেন।

তিনি বলেন, রাম মন্দির কোনো সমস্যা নয়, বরং এটি একটি সমাধান। আমরা আগামী ১ হাজার বছরের জন্য ভারতের ভিত স্থাপন করেছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img