অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ভারতীয় রাজনীতিতে বারবার উঠে আসা রামলীলা ময়দানে শপথ নিবেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির অধিকাংশ ভোটারের মন জিতে পুরনো দিল্লির রামলীলাতেই শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রীরা।
ভারত-চীন যুদ্ধ শেষে ১৯৬৩ সালের এক সন্ধ্যায় রামলীলা ময়দানকে সাক্ষী রেখেই চোখের জল ফেলেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেদিনের সকল শহিদদের স্মরণ করে প্রবাদপ্রতিম শিল্পী লতা মঙ্গেশকর গেয়েছিলেন ‘অ্যায় মেরে ওয়াতন কি লোগো’।
সেই রমালীলা ময়দান বহু ইতিহাসের সাক্ষী। এবার তার পালকে আরও একটি নতুন সংযোজন হতে চলেছে আম আদমি পার্টির সুপ্রিমোর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান।
সাধারনভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে রাজভবনে। কিন্তু কেজরিওয়াল বলে কথা। ব্যতিক্রম তো হবেই। ৪৯ দিনের সরকার চালানোর পর ইস্তফা। তারপর অবিশ্বাস্যভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে পুনরায় ফিরে আসা।
এইসবই সম্ভব কেজরির কাছে। রামলীলা ময়দান থেকেই যে গুরু আন্না হাজারের সঙ্গে গণ-আন্দোলনে নেমেছিলেন তিনি। তারপর সবটাই ইতিহাস। শপথের আগেই বেশ কিছু প্রতিশ্রতি পালনে অঙ্গিকারবদ্ধ হয়েছে কেজরি বাহিনী। ৪৯ দিনের ব্যথা ভুলে স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে কোমর বেঁধে নামছে কেজরি বাহিনী।