স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ডিভিলিয়ার্সের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানের খাতা না খুলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা।
রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং-এ নামে ভারত।
ইনিংস উদ্বোধন করতে নামেন ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা ও বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান। রোহিত শর্মা ফিরার পর মাঠে নেমেছেন ভিরাট কহলি।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রান। ভিরাট কহলি ১৩ বলে ৮ রানে এবং শিখর ধাওয়ান ৪১ বলে ২৮ রানে অপরাজিত আছেন।
ভারত একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।
দক্ষিণ আফ্রিকা একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ওয়েইন পারনেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।