সময় সংবাদ বিডি,ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে নাশকতার অভিযোগে জামায়াতের এক আইনজীবী নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঝালকাঠি আদালতের আইনজীবী জেলা জামায়াতের সদস্য ও রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াত সভাপতি শহিদুল্লাহ জামাদ্দার, জামায়াত সমর্থক আক্তারুজ্জামান বাচ্চু ও লিটন হাওলাদার।
রাজাপুর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুজ্জামান জানান, আটকদের বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।