বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজশাহীতে ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহীতে ১৫টি ককটেল উদ্ধার

koktel

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ হরতালে নাশকতা এড়াতে র‍্যাবের নিয়মিত অভিযানে রাজশাহী মহানগরের খড়খড়ি এলাকা থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব -৫’র রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, বুধবার ভোরে র‍্যাব একটি দল বাইপাস সড়কে টহল দিচ্ছিল। এ সময় খড়খড়ি এলাকায় টহল দলকে দেখে এক যুবক একটি ব্যাগ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

হরতাল-অবরোধে নাশকতার জন্য ককটেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব ।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img