বাড়িপ্রধান খবররাজশাহীতে পেট্রলবোমা হামলায় ট্রাক হেলপার নিহত

রাজশাহীতে পেট্রলবোমা হামলায় ট্রাক হেলপার নিহত

Track

সময় সংবাদ বিডি,রাজশাহী :

রাজশাহীর পুঠিয়ায় পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এসময় আত্মরক্ষায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে হেলপার পিন্টু (২২) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় চালকও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পণ্যবাহী ওই ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বেলপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের দিকে লক্ষ্য করে পেট্রলবোমা কিংবা অন্য কোন দাহ্য বস্তু ছুঁড়ে দুর্বৃত্তরা।

এতে হেলপার পিন্টুর গায়ে আগুন ধরে যায়। এসময় আত্মরক্ষার্থে তাড়াহুড়ো করে নামতে গিয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। পরে সেখান থেকে চালক ট্রাকটি নিয়ে পাশের নিরাপদ স্থানে দাঁড়ান বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে পুঠিয়া থানায় নেয়া হয়েছে। এছাড়া হামলাকারীদের আটকে অভিযান চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img