স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজশাহী মহানগরীর পৃথক স্থানে দুটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপে দুই চালকসহ তিন জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ট্রাক মালিক ও চালক সাইদুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (৩৮) ও অপর ট্রাকের চালক ফারুখ হোসেন (৪২)।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার নগরপাড়া ও বোয়ালিয়া থানার ছোট বনগ্রাম বারো রাস্তার মোড়ে ট্রাক দুটিতে আগুন দেয়া হয়।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, ট্রাক দুটি বালু নামিয়ে ফিরছিল। পথে রাজপাড়া থানার নগরপাড়া এলাকায় সাইদুল ইসলামের ট্রাকটি বোমা হামলার শিকার হয়।
একই সময়ে বোয়ালিয়া থানার ছোট বনগ্রাম বারো রাস্তার মোড়ে ফারুক হোসেনের ট্রাক হামলার শিকার হয়। এতে ওই দুই চালকসহ তিন জন দগ্ধ হন। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।