স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজশাহীতে গত মঙ্গলবার রাতে নগরীর বিনোদপুর ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ইয়ামিন (৩৫) ও ছাত্রলীগ কর্মী ঈশার (২০) ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মীকে আসামি করে নগরীর মতিহার থানায় একটি মামলা হয়েছে।
গতকাল বুধবার রাতে আহত ইয়ামিনের বড় ভাই নুরুল আমীন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার রাতে নগরীর বিনোদপুরে ওয়ার্ড যুবলীগ নেতার বাম পায়ের উরুতে গুলি করে হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে বাঁচাতে আসলে ঈশা নামে এক ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়।
পরে বুধাবর গভীর রাতে আহত ইয়ামিনের বড় বাদী হয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন।
মতিহার থানা ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে ।