স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধগেট এলাকায় অবস্থিত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বেড়া ও অনেক ব্যানার পুড়ে গেছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।