স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতালে রাজধানীর সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে কে বা কারা একটি ককটেল বিস্ফারণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের পর আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।