নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা : মালিবাগের যমুনা ব্যাংক ও পদ্মা সিনেমা হলের কাছে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় যমুনা ব্যাংকের সামনে থেকে পুলিশ এক যুবককে আটক করেছে ।
আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রামপুরা থানার অপারেশরন অফিসার বলেন, আটক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ওই সব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।