স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর সবুজবাগে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৩) সদস্যরা।
মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ককটেলগুলো উদ্ধার করা হয় ।
র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল ইসলাম সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ বাসাবো এলাকার মিনার গলির পাঁচ তলা নির্মাণাধীন ভবনের (৬০/১৭/এ নম্বর বাড়ি) নিচ তলায় অভিযান চালানো হয়। এসময় সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও, জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।