স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বক্সিবাজার এলাকায় রাত ৮টার দিকে হোটেল নিউ খানা-খাজনা-এর ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজীব হোসেন (১৯) এবং তার চাচা ইউসুফ আহত হয়েছেন।
রাজীব চান খাঁর পুল হোসনী দালাল এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
মোতালেব জানান, রাতে দুর্বৃত্তরা হোটেলের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটালে আমার ছেলে রাজীব এবং ওর চাচা ইউসুফ আহত হন।
পরে রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এ ঘটনাই পুলিশ কাউকে আটক করতে পারেনি।