শেখ জাহিদুজ্জামান, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর নর্দা এলাকার সড়কে ঝটিকা মিছিল করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকেরা।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় গাড়ি ভাংচুরের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শেখ জাহিদুজ্জামান জানান, ১৫/২০ জনের একটি দল নর্দা এলাকার সড়কে একটি ঝটিকা মিছিল করার পর দুটি বাস, দুটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে।
এ সময় ক্যামব্রিয়ান বিএসবি ফাউণ্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের গাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে জানায়, ক্যামব্রিয়ান স্কুলের এক কর্মকর্তা। হামলার সময় লায়ন এম কে বাশার গাড়িতে থাকলেও তিনি আহত হননি বলে জানান ঐ কর্মকর্তা।
ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছতেই হামলাকারীরা পালিয়ে যায়।