বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে ৩ গাড়িতে অগ্নিসংযোগ

রাজধানীতে ৩ গাড়িতে অগ্নিসংযোগ

bus

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীর রায়েরবাগে ৩ টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রবিবার সকাল ৯টার দিকে এ অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ীর রায়েরবাগে সকাল ৯টার দিকে পুনম সিনেমা হলের সামনের রাস্তায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে রাস্তার ওপর পাশে আরও একটি গাড়ি ভাঙচুর করে তারা।

খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে একই সময়ে গুলিস্তানের ফুলবাড়িয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা ঢাকা-দোহার ও ঢাকা মাওয়া রুটে চলাচলকারী দু’টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img