স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করেছে ডিএমপি।
মঙ্গলবার সকাল থেকে আজ সকাল গত পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের আটক করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।