বাড়িব্রেকিং নিউজরাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ৩

রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ৩

bus-fire

জোবায়ের মুকুল, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের মধ্যে রাজধানীর বনশ্রী ও জজকোট এলাকায় ২ টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩ জন অগ্নিদগ্ধ হয়।

রবিবার রাত ৮.৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর বনশ্রীতে রাত ৮ টা ৩০ মিনিটের দিকে আলিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি অনেক অংশ পুড়ে যায়। এই ঘটনায় ৩ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে একই সময় জজকোট এলাকায় ইউনাইটেড নামের আরেক যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ব্যাপক ক্ষতি সাধিত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে নিয়ন্ত্রণ কক্ষ জানায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img