স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর ১৮টি ককটেলসহ পান্থপথ গেস্ট্রো লিভার হাসপাতালের সামনে থেকে ১ জন ও কলাবাগান থেকে ২ জন সহ মোট ৩ জনকে আটক করেছে র্যাব।
র্যাব-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এসএম মাসুদ রানা সোমবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পান্থপথ গেস্ট্রো লিভার হাসপাতালের সামনের সড়কে ককটেল নিক্ষেপের সময় আব্দুল কাদির (৩১) নামের এক গাড়ি চালককে হাতেনাতে আটক করা হয়। আব্দুল কাদির প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে তথ্য নিয়ে রাতে কলাবাগানে অভিযান চালানো হয়। এসময় কলাবাগানের উত্তরা ব্যাংক শাখার সামনে থেকে মনির ও নূরকে আটক করা হয়।
পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এসব নাশকতার কাজে অর্থ যোগানদাতারা রাজনীতির সঙ্গে জড়িত। তারা এইসবে নির্দেশ দেওয়ার জন্য মোবাইল ফোন-নম্বরও কোর্ডওয়ার্ড হিসেবে ব্যবহার করেন যা মোবাইলে সংরক্ষণ করা থাকে।
আটককৃতরা টাকার বিনিময়ে কাজ করছে। আর যারা নির্দেশ ও অর্থযোগানে সংশ্লিষ্ট রয়েছেন তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে না বলে জানান র্যাব- ২ এর সিও।