স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানীর উত্তরা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
উত্তরায় আটক শাহিন (৩৪) ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।
অন্যদিকে ৭০০ বোতল ফেনসিডিলসহ গুলশান এলাকায় আটক দুজন হলেন, মো. জাফর ও কোহিনূর বেগম।
উত্তরখান থানার এসআই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরখান থানার শীতল এস্টেট এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সোমবার রাতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও মিডিয়া সেন্টার থেকে জানানো হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।