স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি,
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ মধ্যে ৭২ ঘন্টা হরতালকে সামনে রেখে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ২০ প্লাটুন বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা জানান, হরতালে রাত্রিকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও রাজধানীবাসীর নিরাপত্তার জন্য ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার(৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টহল দেবে বিজিবি সদস্যরা।