স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে ৭২ ঘন্টা হরতালের ২য় দিন রাতে রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড় ও টিটিপাড়া এলাকায় পৃথক দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকস্মিকভাবে যাত্রীবাহী বোরাক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ-১১-২৯৭৭) আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাত ৮ টা ১০ মিনিটের দিকে সুপ্রভাত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।