বাড়িব্রেকিং নিউজরাজধানীতে রাতে তিনটি বাসে আগুন

রাজধানীতে রাতে তিনটি বাসে আগুন

82154_78544

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ মধ্যে ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে তিনটি যাত্রীবাহী  বাসে আগুন দিয়েছে অজ্ঞতরা।

সোমবার সন্ধা থেকে রাত পর্যন্ত রাজধানীর মিরপুর, গুলশান,  এবং মিরপুর বাংলা কলেজের সামনে যাত্রীবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন সময় সংবাদ বিডিকে তথ্য গুলো নিশ্চিত করেছেন।

রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে।

রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়।

রাজধানীর মিরপুর-১১ নম্বরে বিআরটিসির একটি দু’তলা বাসে আগুন দেয়া হয়েছে।

রাত ৮ টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর গুলশান-১ নম্বর ডেসকো অফিসের সামনে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১১-৭২১০) আগুন দেয়া হয়েছে।

সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img