স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় যাত্রীবেশে অনাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, আগুন দেয়ার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত নেই।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামরুল ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
তিনি জানান অনাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১১-১৪৭০) একটি বাসে যাত্রীবেশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ওই বাসের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।