বাড়িব্রেকিং নিউজরাজধানীতে যাত্রীবেশে বাসে আগুন

রাজধানীতে যাত্রীবেশে বাসে আগুন

1421517196

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে  রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় যাত্রীবেশে অনাবিল পরিবহন নামে একটি  যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, আগুন দেয়ার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত নেই।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামরুল ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

তিনি জানান অনাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১১-১৪৭০) একটি বাসে যাত্রীবেশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ওই বাসের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img