বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে মায়ের হাতে দুই বছরের শিশু খুন

রাজধানীতে মায়ের হাতে দুই বছরের শিশু খুন

khun

নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ-পূর্ব দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুই বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার মা। মৃত শিশুটির নাম শারমিন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, শনিবার  দুপুর দেড়টার দিকে  পিডব্লিউডি মালিদের কোয়ার্টারের সামনে রাখা সেনেটারি রিংয়ের ভেতরে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মা পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, তিনিই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই মহিলা চার দিন আগে বিয়ে করেছেন। আজও  তার আরেকটি বিয়ে করার কথা ছিলো। এছাড়া মাঝে মাঝে তার কাছে বিভিন্ন লোকজন আসতেন।

সাহিদার চারদিন আগে বিয়ে করা স্বামী সাইফুল ইসলাম বলেন, আমরা উদ্যান ও হাইকোর্ট এলাকার ফুটপাতে থাকি। গত বুধবার তার সঙ্গে মিরপুর শাহ আলী মাজারে পরিচয় হয়। এরপর মাজারকে সাক্ষী রেখে আমরা বিয়ে করি। কেন শিশুটিকে হত্যা করা হলো জানি না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img