স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে বিদেশি মদ ও বিয়ারসহ একটি প্রাইভেটকার আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এগুলো জব্দ করা হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনানী থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেটকারকে সন্দেহবশত ধাওয়া করা হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে গিয়ে চালকসহ অন্যরা গাড়ি থামিয়ে পালিয়ে যান।
এ সময় গাড়িটি তল্লাশি করে ৫০৪ বোতল বিদেশি বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।