স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে ৭৬ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে ৫১ জন জামায়াত-শিবিরের ও ২৫ জন বিএনপি কর্মী।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, রাজধানীতে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।