স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানী থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১ যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ।
বুধবার দিনগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে এসএসসির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ওই যুবকের নাম পরিচয় সম্পর্কে কিছু জানাননি তিনি।