বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে পেট্রোলবোমা-ককটেল শিবিরের ১২ নেতা-কর্মী আটক

রাজধানীতে পেট্রোলবোমা-ককটেল শিবিরের ১২ নেতা-কর্মী আটক

 

শিবির কর্মী আটক

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর ভাষানটেক থানাধীন সিবি-২০৬/এ পুরাতন কচুক্ষেত এলাকায় অভিযান চালিয়ে পেট্রোলবোমা , ককটেল ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ইসলামী ছাত্র শিবিরের ১২ নেতা-কর্মী আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন, মো. বিল্লাল হোসেন আরাফাত মাওলা (২৫), এসএম শাহনী ইকবাল (২২), সৈয়দ এহসানুল হক ইমন (২২), মীর মো. মহিউদ্দিন (২২), মো. কাওছার আহমেদ মুন্না (২২), তৌকির আহম্মেদ সজল (২০), মো. খালেদ হাসান শান্ত (২০), মো. আসিফুর রহমান (২০), মো. ইয়াছিন (২০), মো. আব্দুল্লাহ আল মামুন (২১), মো. শাহরুখ খান (২০) ও মো. নাজমুল ইসলাম (২০)।

 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে ভাষানটেক থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

 

তিনি জানান, ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে এসআই নাজমুল হাছানের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের হেফাজত থেকে পেট্রোল বোমা ১টি, ককটেল ২টি, গ্যাস লাইটার ১টি, পেট্রোল ভর্তি প্লাস্টিক বোতল ২টি, স্পিড জাতীয় তরল পদার্থ ছোট বোতল ১টি, জামায়াত-শিবিরের ইসলামী সংগঠনের বই ৬০টি, সরকার বিরোধী কাগজের রঙিন পোস্টার ৮টি, জামায়াত শিবিরের সিডি ক্যাসেট ১০টি, শিবিরের প্রচারাভিযানের বিভিন্ন প্রকারের স্টিকার ১০০টি, ছাত্র শিবির সংক্রান্ত কাগজের ফাইল ৫টি, ছাত্র শিবির সংগঠন সংক্রান্ত প্লাস্টিকের ফাইল ৫টি, ছাত্র শিবির সংগঠণ সংক্রান্ত ব্যানার ৮টি, বিভিন্ন প্রকার ডায়েরি ১২টি, ছাত্র শিবির কর্তৃক প্রণিত ২০১৫ সালের ডেস্ক ক্যালেন্ডার ৫টি, ছাত্র শিবির সংগঠন সংক্রান্ত বিভিন্ন রেজিস্টার ১০টি, ছাত্র শিবির সংগঠন সংক্রান্ত বিভিন্ন প্রকার লিফলেট ৫০টি ও ছাত্র শিবির সংগঠন সংক্রান্ত টাকা আদায়ের রশিদ, ভাউচার, মেমো, ভাড়া আদায়ের রশিদ বই সর্বমোট ১০টি উদ্ধারকরা হয়।

 

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, বিশ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ, পরিকল্পনা ও অর্থায়নে থানা এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img