বাড়িঢাকারাজধানীতে পুলিশ শিবিরের সংঘর্ষে, গুলিবিদ্ধ ১

রাজধানীতে পুলিশ শিবিরের সংঘর্ষে, গুলিবিদ্ধ ১

songarso

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ রাজধানীর কদমতলী থানার জাপান মার্কেটের সামনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের সময় এক পুলিশ কনস্টেবল আহত ও এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ডিউটি অফিসার এসআই কোকিল চন্দ্র সাহা জানান, হরতালের সমর্থনে একদল শিবির কর্মী একটি ঝটিকা মিছিল বের করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। নাশকতা প্রতিরোধে পুলিশ গুলি ছুড়লে এক শিবিরকর্মী আহত হন ও অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ শিবির কর্মীর নাম আব্দুল হামিদ (২২)। তিনি ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।

পরে আহত পুলিশ সদস্য শিবির কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই।  এ ঘটনায় কদমতলী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এসআই কোকিল চন্দ্র সাহা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img