নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির, হিজবুত তাহরির ও বিএনপিসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটক হওয়াদের মধ্যে একজন জামায়াত-শিবির কর্মী, তিনজন হিজবুত তাহরির সদস্য ও বিএনপি নেতাকর্মী রয়েছে ১০ জন।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান নশকতায় পুলিশের বিশেষ অভিযানের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।