বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীতে নারীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর উত্তরখান এলাকায় শিউলী রহমান (৩৪) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার  দুপুরে  উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জান বিষয়টি জানান।

নিহত শিউলী শিউলি ওই এলাকার ময়নারটেকের আমিন উদ্দিনের মেয়ে বলে পুলিশ জানায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার দিনগত রাতে শিউলিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।নিহতের স্বজনরা ধারণা করছেন- টাকা-পয়সা লেনদেনের জের ধরে এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আসাদুজ্জামান।

তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ঘটনায় কোনো মামলা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য তাজ রহমান (৩০) এবং শাহান শাহ (৩২) নামে দুইব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান এস আই আসাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img