বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে ধর্ষণ মামলায় আটক ২

রাজধানীতে ধর্ষণ মামলায় আটক ২

atok

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন আজিজুল (১৮) এবং ইমরানকে (১৯) ।

শনিবার অভিযুক্ত পাঁচজনের মধ্যে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় পলাতক রয়েছেন রমজান (১৮), শাহজাহান (২০) এবং জাকির (১৯)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাকের মোহাম্মদ জোবায়ের জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্তরা কিশোরীটিকে জোরপূর্বক কামরাঙ্গীরচর এলাকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করেছে তার পরিবার।

স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পলাতক তিন অভিযুক্তকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img