বাড়িঅপরাধ ও দুর্নীতিরাজধানীতে দুই তরুণকে ছুরিকাঘাত করে ছিনতাই

রাজধানীতে দুই তরুণকে ছুরিকাঘাত করে ছিনতাই

sintai_32669

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ এলাকার  নতুন রাস্তায় ছুরিকাঘাত করে দুই তরুণের কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি রূপার চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই তরুণ হলেন;  বাবু (১৮) ও নুরন্নবী (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাবুর মা হামেদা খাতুন  জানান, খিলগাঁও তালতলা মার্কেটের একটি দোকানো বাবু ও নুরন্নবী কাজ করে।  আজ তারা বেতন পেয়েছিল। বেতনের টাকা নিয়ে বাসায় ফেরার সময় নবীনবাগের নতুন রাস্তায় কয়েকজন যুবক তাদের পথে ধরে ফেলে। এসময় তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও একটি রূপার চেইন নিয়ে পালিয়ে যায়।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img