স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জন বিএনপির, ৪ জন জামায়াত-শিবিরের ও ১ জন জেএমবির সদস্য রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি জানিয়ে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করে ডিএমপি।