বাড়িব্রেকিং নিউজরাজধানীতে ‘গাঙচিল’ পরিবহনে আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ‘গাঙচিল’ পরিবহনে আগুন ও ককটেল বিস্ফোরণ

Bus

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর কদমতলীতে ‘গাঙচিল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে বাসটি আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী জানান, গাঙচিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এসময় বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পরিবহন শ্রমিকরা বাসটির আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বাসটির ভেতরের বেশ কয়েকটি সীট পুড়ে যায়।

তবে অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছে কদমতলী থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম। তিনি জানান, তাদের কাছে এ ধরণের কোনো খবর নেই।

রাজধানীর গুলশান-২ ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধকারীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গুলশান থানার থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের সংবাদ সাংবাদিকদের মাধ্যমেই জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

অপর দিকে রাত ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় আরও ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img