স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের আজকের দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ৭ জন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে, নিউমার্কেট, পলাশী ও ঢাকা ইউনির্ভাসিটি এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
নিউমার্কেট এলাকার বিস্ফোরণে আহত হয়েছে আব্দুল জলিল, মাহমুদ, প্রলয় ঘোষ, রিয়া, হাসি, হযরত আলী ও সিরাজুল। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত হয়েছে রিয়াজ হোসেন (৩০)।