স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দফতরের সামনে ও ফকিরাপুল মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন-আনোয়ার হোসেন আনু (৫০), কাকন (৩২), রাসেল (৩২) এবং আল-আমিন (২১), মো. আলমগীর (২৬) ।
মঙ্গলবার সকাল সোয়া নয়টা থেকে পৌনে দশটার মধ্যে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দফতরের সামনের রাস্তায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে আল-আমিন নামে এক শিক্ষার্থীসহ চারজন আহত হন।
এদিকে রাজধানীর ফকিরাপুল মোড়ে সকাল সোয়া ৯টার দিকে অপর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আলমগীর (২৬) নামে এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।