বাড়িব্রেকিং নিউজরাজধানীতে ককটেল বিস্ফোরণে কলেজ ছাত্রী আহত

রাজধানীতে ককটেল বিস্ফোরণে কলেজ ছাত্রী আহত

ককটেল

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর পুরান ঢাকার লক্ষ্মিবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে শারমীন সুলতানা (১৯) নামে কবি নজরুল কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শারমীন কলেজে আসেন। এসময় দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে তার শরীর ঝলসে যায়। পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তার বাবার না, তৌহিদুল ইসলাম।

এদিকে,সকাল ১১ টার দিকে পল্লবীর বাংলা স্কুলের সামনে পরপর দুইট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পর পর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img