স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানীর শাহবাগের শিশুপার্ক এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের একটি দল শিশুপার্ক এলাকা থেকে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল ও দুটি পেট্রোলবোমা উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের এখন গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।