স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর আগারগাঁও এলাকায় পুলিশের সঙ্গে গুলাগুলির সময় এক শিবির কর্মী নিহত হয়েছেন। নিহত শিবির কর্মীর নাম জসীম উদ্দিন বলে জানা গেছে।
রবিবার ভোর রাতে তালতলা নতুন রাস্তা থেকে শিবির কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। শেরে বাংলা নগরে থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সার্জেন্টের ওপর হামলার ঘটনায় নিহত এই শিবির কর্মী জড়িত ছিলো।
সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে তালতলা নতুন রাস্তা থেকে জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার গায়ে একাধিক গুলির ক্ষত ছিল। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।