স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর ভাষানটেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করে ভাষানটেক থানা পুলিশ।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভাষানটেক থানার শিল্পীরটেক বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা গুলি করে যুবককে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল জিন্সের প্যান্ট, চেকশার্ট ও জ্যাকেট।
লাশ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে বলে আরও জানান ওই কর্মকর্তা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।