স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানীর মৎস্য ভবনের সামনে পেট্রোলবোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল শামীম বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গত ১৭ জানুয়ারি রাতে রাজধানীর রমনা এলাকায় মৎস্য ভবনের সামনের সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এ ঘটনায় দগ্ধ হন শামীমসহ ৫ পুলিশ সদস্য।
পুলিশ কনস্টেবল শামীমের মরদেহ দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন তিনি।