বাড়িজাতীয়রমনায় পেট্রলবোমা আহত পুলিশ সদস্যের মৃত্যু

রমনায় পেট্রলবোমা আহত পুলিশ সদস্যের মৃত্যু

image_116454_0

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর মৎস্য ভবনের সামনে পেট্রোলবোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল শামীম বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গত ১৭ জানুয়ারি রাতে রাজধানীর রমনা এলাকায় মৎস্য ভবনের সামনের সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এ ঘটনায় দগ্ধ হন শামীমসহ ৫ পুলিশ সদস্য।

পুলিশ কনস্টেবল শামীমের মরদেহ দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img