স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের ময়মনসিংহের বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান। এসময় পুলিশের গুলিতে নুরুজ্জামান গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার মধ্যরাতে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে রওশনের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।