সময় সংবাদ বিডি,রংপুর:
রংপুরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
রংপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, কোতয়ালী থানা এলাকা থেকে বিএনপির ৩ কর্মী, পীরগাছা থেকে বিএনপির ৪ কর্মী, পীরগঞ্জ থেকে এক কর্মী ও মিঠাপুকুর থেকে ২ জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, পুলিশের অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।